কামরুল বাহার আরিফ
নির্জন ঝিঁঝি ডাকা পথের বাঁকে একজন আগন্তুক
ছুরি হাতে আমার সামনে দাঁড়ালো
দূর থেকে ঢোলের শব্দ শুনতে পাচ্ছি
ধীরে ধীরে সে শব্দ নিকটে আসছে
অতঃপর পৃথিবীর সমস্ত ঢোল একসাথে বাজতে শুরু করলো
ভয়ের দূরত্ব কমতে থাকলো।
ঢোলের শব্দ ভেতরে নাচিয়ে দিচ্ছে
ছুরিটা অন্ধকারে চকচক করে আয়নার মত দেখাচ্ছে
আগন্তুক সে আয়নায় নিজের বীভৎস চেহারা দেখতে পেলো
নিজের চেহারায় ভয় পেয়ে গেলো আগন্তুক
ছুরিটা অন্ধকারের বাঁকে ছুড়ে দিলো সে।
তার ভেতরেও ঢোলের শব্দ বাজতে শুরু করলো
এখন আমি যেন ঢোল আর আগন্তুক ঢুলির ভূমিকায়!
অথবা আগন্তুক ঢোল আর আমি যেন ঢুলি
বাঁক পেরিয়ে শ্মশান, পরের বাঁকে কবরের সারি
তারপরের বাঁকে নদী। আকাশে জ্যোৎস্নার ছড়াছড়ি
সব জায়গায় ঢোল বেজে চলেছে
ঢোলের বাদ্যে আর নদীর স্রোত থেকে
ভাটিয়ালি সুর ভেসে আসছে।
ঘুম ভেঙে দেখি, আগন্তুক ঘুমিয়ে আছে আমারই পাশে,
সে যেন অপরূপা! বেজেই চলেছে…
Leave a Reply