সংবাদ দাতাঃরাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংংলাদেশ
ছাত্রলীগের পক্ষ থেকে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রবিবার প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে রবিবার ১২.০১ মিনিটে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ ছাত্রলীগ।এর আগে তারা ভাষা শহীদদের জন্য দোয়া ও তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করে।এসময় তারা বলেন,২১শে ফেব্রুয়ারী
মানে আন্দোলন সংগ্রামের প্রেরণা। এই চেতনা ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ২১শের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব লাভ করেছে। তাই বাংলাদেশের সকল কর্মকাণ্ডে বাংলা ভাষার প্রাধান্য আছে। আমরা বিশ্বাস এটি আরও বিস্তার লাভ করবে। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো।এসময় ভাষা শহীদদের স্মরণ করে আগামীতে সকল অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে
রবীন্দ্র বিশ্বাবিদ্যালয় ছাত্রলীগ দীপ্ত শপত গ্রহণ করে।
Leave a Reply