বিশেষ প্রতিনিধিঃ
স্থানীয় সুত্রঃপাড়া মহল্লার অগনিত লোক রুহুল আমীন মন্ডলের জন্য দোয়া করছেন।জনগন প্রকাশ্য সাংবাদিকদের ক্যামেরার সামনে বলছেন ৮ নং ওয়ার্ডে শুধু আগামী নির্বাচনে নয়।সারাজীবন আমরা রহুল মন্ডলকে চাই।তার মত দানবীর আমাদের দরকার।তার মত সমাজ সেবক গরীবের বন্ধু নির্যাতীত নিপীড়িত জনতার আস্তার প্রতিক একবার নয় বার বার চাই।তার সৌজন্যে,উন্নয়নের অগ্রযাত্রায় আর এক ধাপ এগিয়ে পাড়াগ্রাম। ৮ নংওয়ার্ডকে গ্রাম থেকে শহরে পরিনত করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।যুব সমাজের আইকন,সফল ইউপি সদস্য,ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক,আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মন্ডল।শুধু আশুলিয়া ইউনিয়নে নয়,সাভার উপজেলার,উন্নয়নে এক নাম্বার ওয়ার্ডে পরিনত করতে সক্ষম হয়েছেন।
এলাকাবাসীর সাক্ষাতকারে জানা যায়।দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিগত দিনে যত ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।ওয়ার্ড উন্নয়নে সকলকে টপকিয়ে এগিয়ে রুহুল আমীন মন্ডল।আগামী নির্বাচনে তার প্রচার করা লাগবেনা বলে মন্তব্য করলেন জসিম,মাসুম আব্বাস সহ মুক্তিযোদ্ধা নুর হোসেন।তারা বলেন ৮ নং ওয়ার্ডে কাজ করার মত জায়গা থাকবেনা কিছুদিন পর।আমরা এলাকার উন্নয়নে রুহুলের বিকল্প কিছুই নাই বলে মনে করি।
একটি বিশেষ সাক্ষাতকারে রুহুল আমীন মন্ডল বলেন ঃ আমি নেতা হতে চাইনা মানুষের পাশে থাকতে চাই।আমি কাজ চাই,কথা নয় কাজই আমার প্রমান।আমি সরকার তহবিল ছাড়াও নিজস্ব অর্থায়নে জনগনের সকল বিষয়ে সহযোগীতা করেছি করবো ইনশাআল্লাহ।বিশেষ করে রোড ঘাট ব্রীজ কালভাট মসজিদ মাদরাসা মন্দীর পয়ঃনিস্কাশনের ব্যবস্থা,অলি গলি চিপা চাপা একটি রোডও কাঁচা রাখবোনা ইনশাআল্লাহ।সকলের দোয়া কামনাকরি।আসুন সরকারের নির্দ্বেশনা মেনে চলি,সচেতনতা অবলম্বন করি,একে অপরের সহযোগিতা করি।দলীয় কোন্দল হিংসাত্মক নৈরাজ্য সৃষ্টিকারীকে ঘৃনাকরী।মানুষ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করি।জনগনকে বোকা বানানোর চেষ্টা বৃথা মাত্র।জনগন এখন সজাগ সঠিক নেতৃত্বকারী চিনতে ভূল করবেনা।আমি যদি যোগ্য হয়ে থাকি তাহলে আপনারা আমাকে বিবেচনায় রাখুন।
Leave a Reply