বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা জেলার সাভার উপজেলায় দলে থাকা হাইব্রীড ও বিরোধী দলের ষড়যন্ত্রের স্বীকার পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। একের পর এক মিথ্যা বানোয়াট কথা উত্তাপন করে তার জনপ্রিয়তা নষ্ট করতে মাষ্টার প্লান তৈরি করছেন কুচক্রী মহলে।যেটার কোনো রকম কোনো সত্যতা নাই।নজিরবিহীন সংবাদ প্রকাশে দুঃখ প্রকাশ করেছেন আমজনতা।স্কুলের কক্ষ গোডাউন হিসাবে ব্যবহার করে আসছেন বরাবরই।কিছু হতদরিদ্র তাদের চাউলের প্যাক নিতে আসেনাই।বার বার খোজ করার পরেও যাদের পাওয়া যায়নি তাদের আমানত রেখে দেওয়ার নামকি আত্বস্বাধ করা। দশ কেজি চাউলের সামান্য কয়েক বস্তা চাউল যারা পায়নি তাদের জন্য রেখে দেওয়ার নাম কি চুরি করা।কুচক্রী মহলেরা তার জনপ্রিয়তা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছেন।পাথালিয়া ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের ভালোবাসা অর্জন করাই কি প্রধান অপরাধ।পাথালিয়া ইউনিয়নের চাঁদাবাজ সন্রাসীদের তিলকে তাল বানিয়ে হেয় করাটা কি বন্ধ হবেনা।
উক্ত বিষয়ে চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন রাজনৈতিক প্রতিপক্ষ ও জামাত শিবিরের একাধিক মামলার আসামীরা।সরকারের ভাবমূর্তি নষ্ট করতে আগামী ইউনিয়ন নির্বাচনে আমার জনপ্রিয়তা নষ্টকরার জন্য একশ্রেণীর কুচক্রী মহলে নজীর বিহীন সংবাদ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক কাহিনীর অবতরন ঘটাইয়া আমাকে হয় প্রতিপন্ন করতে মহুরমুহুর মিথ্যাচারের জ্বাল ফেলছেন।আমি গণমাধ্যমকর্মীদের কে বলবো আপনারা সত্যতা যাচাই করে নিউজ করুন।সাংবাদিক জাতির বিবেক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যতই অপকৌশল অবলম্বন করুক না কেনো আমি আমার দায়িত্ব থেকে বিন্দু মাত্র পিছপা হবোনা।
চেয়ারম্যানের বিরুদ্ধে আনিতো অভিযোগের সঠিক তদন্ত করে ষড়যন্ত্রকারীদের ও দোষী ব্যাক্তিদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক সাস্তির জন্য প্রশাসনের আশুহস্থক্ষেপ কামানা করেন সাভার আশুলিয়া পাথালিয়া ইউনিয়ন বাসী।
Leave a Reply