শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

উন্নয়নশীল দেশ উত্তরণে সুদান পুলিশকে বাংলাদেশ পুলিশের উপহার সামগ্রী প্রদান

উন্নয়নশীল দেশ উত্তরণে সুদান পুলিশকে বাংলাদেশ পুলিশের উপহার সামগ্রী প্রদান

ঐতিহাসিক ৭ মার্চের দিনে সুদানিজ সময় সকাল ১০ টায় বাংলাদেশ ফর্মড পুলিশের ইউনিটের উদ্যোগে সুদানিজ পুলিশ ফোর্সকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনামিড মিশনের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আমাদো মান্না। বিশেষ অতিথি ছিলেন সুদান পুলিশ ফোর্সের লিয়াজো অফিসার কর্নেল আমির ও স্ট্যাট লিয়াজো অফিসার মেজর এসলাম কান্দেল। এল ফাশেরে গস পুলিশকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের এটি ২য় বারের মত শুভেচ্ছা সামগ্রী প্রদান প্রোগ্রাম । প্রদান অনুষ্ঠানে আলোচনা সভায় উপহার সামগ্রী গ্রহণকারী সুদান পুলিশ লিয়াজো অফিসার সাউদা মারিয়াম শুভেচ্ছা উপকরণ প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ প্রদান করেন। তিনি বলেন এই প্রথম কোন দেশ আমাদের উন্নয়নে এগিয়ে এসেছে যা ইতিহাসে স্বর্নাক্ষরে লিখা থাকবে। ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম মহান মুক্তিযুদ্ধে ও বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানের কথাকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং উপস্থিত ব্যাক্তিবর্গের সামনে ৭ মার্চের তাৎপর্য সম্পর্কে ধারনা প্রদান করেন।। উনামিড চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্নাহ আজকের শুভেচ্ছা উপকরণ প্রদান অনুষ্ঠানকে ঐতিহাসিক দিন বলে আখ্যা দেন এবং উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের উত্তরণের জন্য বাংলাদেশকে ধন্যবাদ দেন। তিনি বলেন বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠা শেষে বিদায় বেলায় সুদান পুলিশদের মাঝে সামগ্রী প্রদান দিনটি মাইলফলক হিসাবে উনামিডের ইতিহাসে থাকবে বলে উল্লেখ করেন। সুদান পুলিশ ফোর্সের লিয়াজো অফিসার কর্নেল আমির তার বক্তব্যে বাংলাদেশ প্রতিষ্ঠার কারিগড় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং জাতির পিতাকে পরিচিতিমূলক কাজ করার জন্য কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম ও তার ইউনিটকে ধন্যবাদ জানান। এম আই জাহিদ বলেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিধস্ত প্রদেশ দারফুরে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। ইতিমধ্যে এই ইউনিটের কমান্ডারের প্রচেষ্টায় বৃক্ষ রোপণ, স্কুলগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ, অবহেলিত বাস্তুচুত্য মহিলাদের বিভিন্ন আয়মূলক কর্মশালা প্রদান, সুদান গস পুলিশকে প্রশিক্ষণ প্রদান, গস পুলিশের কমিশনারকে জাতির পিতার জীবনীমূলক ইংরেজী অনূদিত শতাধিক বই প্রদান করা হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও সুদান পুলিশের মাঝে ভার্তৃত্ববোধ বৃদ্ধি পেয়েছে। এর আগে ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ভাষণ দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু গোল চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ব্যানএফপিইউ কমান্ডার পুষ্প স্তবক অর্পণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD