নৃপেন চক্রবর্তী
শরীরের রক্ত কণিকায় ও কোষে
আমাদের সকলেরই বেড়ে ওঠার গল্প থাকে।
যেমন মেঘের শরীরে থাকে নদীদের কথা,
নদীদের ভ্রমণ বৃত্তান্ত।
দৃশ্যমান বৃক্ষেরা প্রতিদিন মেখে নেয়
সূর্যের রঙ।
খোঁজ নিলে সেখানেও পাওয়া যেতে পারে
সাতরঙা রঙেদের জীবন কাহিনি।
উৎসমুখ ছেড়ে প্রবাসে যে আছে বহুদিন
তারও থাকে কিছু কিছু ঋণ
নামহীন কোনও এক ধাত্রীর
রক্তনীল আঙুলের শিরায় শিরায়!
সেইসব গল্পের কথা মোছে না কখনো।
আসলে সবাই ঋণী শিকড়ে বাকড়ে,
অনন্ত মূলের কাছে সব গল্প লেখা আছে,
সব গল্প লেখা থাকে- অন্ধকারে,
অদৃশ্য ছায়ায়।
…… …… …….
Leave a Reply