মোঃ জসিম উদ্দিনঃ
খানসামা প্রতিনিধি
একমাত্র আয়ের উৎস ভ্যান চুরি হওয়ায় হতাশ মকবুল হোসেন
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ছাতিয়ান গড় এলাকায় অসহায় যুবক মকবুল এর একমাত্র আয়ের উৎস ব্যাটারি চালিত ভ্যানটি চুরি হয়ে গেছে। হতাশ হয়ে তিনি ভ্যানটি খুঁজে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়।
উপজেলার ছাতিয়ান গড় এলাকায় মশিয়ার পাড়ার ফজর আলির ছেলে মকবুল হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার সন্ধ্যাকাল ভাড়া মেরে এসে রাতের বেলা বাড়ির ভিতর ঘরের চালিতে ভ্যানটি রেখে ঘুমাতে যাই….. পরে রাত ২ টার সময় দেখি বাড়ির দরজা ভেঙে ভ্যানটি চুরি করে নিয়ে গেছে কে বা/কারা।
তিনি বলেন, অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে ৪৫ হাজার টাকায় ভ্যানটি কিনে ভাড়ায় ঋণের কিস্তি দিয়ে অবশিষ্ট যে কয় টাকা থাকে তা দিয়ে সংসার চালাই। একমাত্র আয়ের উৎস ভ্যানটি চুরি হয়ে গেলো। এখন কি করবো, কিভাবে ঋণের টাকা পরিশোধ করবো আর সংসারই বা কেমনে চালাবো ভাবতে পারছিনা।
আয়ের উৎস একমাত্র ভ্যানটি চুরি হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
Leave a Reply