মোঃ মহসিন মিয়া
স্টাফ রিপোর্টার
চাদপুর কোস্টগার্ডের একটি টিম এম ভি রিসান ৭ নামের লঞ্চ থেকে জাটকা ইলিশ মাছ আছে এমন খবর পেয়ে এসে দেখতে পায় মাছের ডিলুতে উপরে বড় মাছ এবং নিচে বেশির ভাগ জাটকা মাছ।
প্রতিনিয়তো লঞ্চ দিয়ে দেশ থেকে ঢাকার উদ্দেশ্য পাঠায় কিন্তু তাতে লঞ্চ চলা যাত্রীদের সমস্য হয়ে দাড়িয়েছে। প্রতিদিন লঞ্চ চেক করে চাদপুর কোস্টগার্ড এতে সময় লাগে এক ঘন্ট ভোগান্তি পরে সাধারন জনগন। লঞ্চ থাকা যাত্রীরা বলেন ওনারা বেশি টাকা ভাড়া পায় দেখে মাছ আর কোস্টগার্ড ধরলে বলে স্যার আমারা কিছু জানিনা। সব মাছ নিয়া যান স্যার।
Leave a Reply