খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ ঃ ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ইমামউদ্দিন মুক্তা ও মোহাম্মদ নুরুল্লাহ,বাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাত ৮ঃ৩০টায় এএইচএম খালেকুজ্জামান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে নির্বাচনের ফল ঘোষণা করেন।
অনন্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আতাউর রহমান জুয়েল,কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামান টিটু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ, নাট্য ও প্রমোদ সম্পাদক মো. শাজাহান।
দুপুর ২ঃ৩০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ময়মনসিংহ বাসস ও বেতারের প্রতিনিধি ইমাম উদ্দিন মুক্তা ৪১ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এবং দৈনিক জনকন্ঠ ও একাত্তর টিভির ব্যুরো প্রধান বাবুল হোসেন ৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, কে আর ইসলাম, মীর গোলাম মোস্তফা, জাহাঙ্গীর কবির জুয়েল, খলিলুর রহমান শেখ, মোজাম্মেলক হক, আতাউল করিম খোকন, শেখ মহিউদ্দিন আহম্মেদ এবং এম এ মতিন।
উল্লেখ্য ময়মনসিংহের জেলা প্রশাসক গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে ময়মনসিংহের প্রেসক্লাবের সভাপতি।
Leave a Reply