ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
কঙ্গোতে ৭’শ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী।জীবিত উদ্ধার করা হয়েছে আরো অন্তত ৩০০ জনকে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি কঙ্গো নদীতে ডুবে যায় বলে জানান দেশটির মানবিক বিষয় সম্পর্কিত মন্ত্রী স্টিভ ম্বিকেই।
তিনি জানান, আগের রাতে মাই-নডম্বের প্রদেশের লঙ্গোলা একটি গ্রামের কাছে যে জাহাজটি ডুবেছিল তাতে ৭০০জন যাত্রী ছিল। তাদের মধ্য থেকে ৩০০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ধারণা করা হচ্ছে, ঝুঁকিপূর্ণ নৌকা ব্যবহার করা এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল তোলার কারণে এ ঘটনা ঘটেছে। রোববার রাতে নৌকাটি কিনশাসা থেকে এমবান্ডাকার দিকে রওয়ানা হয়েছিল।
Leave a Reply