সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুরবাসকা একটি কচ্ছপ ২৭ টি ডিম পেড়েছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুরবাসকা একটি কচ্ছপ ২৭ টি ডিম পেড়েছে।

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
২০১৪ সাল থেকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুরবাসকা কচ্ছপের প্রজননের কাজ শুরু হলে
২০১৭ সালে ২টি কচ্ছপে যথাক্রমে -ডিম পাড়ে ৩১ টি,বাচ্চা হয় ২৮ টিডিম পাড়ে ৩২ টি,বাচ্চা হয় ২৯ টি।
২০১৮ সালে ২টি কচ্ছপে যথাক্রমে ডিম পাড়ে ২৬ টি বাচ্চা হয় ৫ টিডিম পাড়ে ২০ টি বাচ্চা হয়১৬ টি।
২০১৯ সালে ১টি কচ্ছপেডিম পাড়ে ৩২ টি বাচ্চা হয় ৩২ টি২০২০ সালে ২ টি কচ্ছপে যথাক্রমে
ডিম পাড়ে ৩৫ টি বাচ্চা হয় ৩৩ টিডিম পাড়ে ২১ টি বাচ্চা হয় ১৯ টি।২০২১ সালের ২৮ ফ্রেবুয়ারী রবিবার একটি কচ্ছপে ২৭ টি ডিম পেড়েছে, ডিমগুলি ইনকিউবেশনে নিবিড় পরিবীক্ষনে রাখা হয়েছে, বলে জানান করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের
ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির তিনি বলেন
৬৫, ৬৭ দিন শেষে একটা ভালোফল পাওয়া যাবে। ইতিপূর্বে ২০১৭ সালে ২ টি,২০১৮ সালে ৫টি,২০১৯ সালে ৫ টি কচ্ছপ সুন্দরবনের বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়েছে। আজাদ কবির বলেন ২০২১ সালের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ টি কচ্ছপ সুন্দরবনে অবমুক্ত করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD