কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত “Enhancing Digital Government Economy” প্রকল্পের আওতায় কসবা উপজেলায় ২০ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কার্যক্রম ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন মোট ৫০ জন শিক্ষার্থী। কসবায় এই প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে ছিলো এভার কেয়ার আইটি।
কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (২৬ মে) সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মো. সোহরাব হোসেন।
এভার কেয়ার আইটির পরিচালক ও কোর্স কো-অর্ডিনেটর ফারাবি রিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন, রুবেল আহমেদ, সাইদুল ইসলাম প্রমুখ। এসময় প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply