কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইমন হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, ডা. জাকিয়া সুলতানা, ডা. মো. মামুনুর রশিদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালি, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার পর স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply