আনোয়ার হোসেন উজ্জল।। ধর্ষণ মুক্ত সমাজ চাই এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা কুটিতে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে সকালে কুটি বাজারে দেশব্যাপী ধর্ষণ নারী ও শিশু সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ বিচারের দাবীতে মানববন্ধনের আয়োজন করেন।
তারুণ্যের আলোর সামাজিক সংগঠনের পরিচালনায় সদস্য মোহাম্মদ জুনায়েদ ইফতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুটি বাজার বিশিষ্ট ব্যবসায়ী ও কুটি বাজার শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম রেজা। এছাড়াও বক্তব্য রাখেন তারুণ্যের আলো সামাজিক সংগঠনের উপদেষ্টা ,মিয়া মোহাম্মদ লোকমান, সিরাজুল হক ইমো এছাড়া আরো বক্তব্য রাখেন মমিনুল হক ,সাজ্জাদ হোসেন, মুসলে উদ্দিন শাকিল, মেহেদি হাসান হৃদয় ,সজিবুর রহমান রানা।
তারুণ্যের আলো সংগঠনের উপদেষ্টা মিয়া মোহাম্মদ লোকমান বলেন বিশ্বের এই মহামারী করুনার মাঝে কিছু কিছু কুলাঙ্গার আমাদের মা বোনদের ধর্ষণ করছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দর্ষক যেই হোক তাকে আমরা ছাড় দেব না, সে যে কোন দলের বড় নেতা হোক তাকে ছাড় দেওয়া হবে না। আমরা তারুণ্যের আলো সংগঠনের পক্ষ থেকে মাননীয় দেশরত্ন প্রধানমন্ত্রীর কথা একমত পোষণ করে ধর্ষকদের সর্বোচ্চ বিচারের আওতায় এনে তাদের শাস্তির জোর দাবি করছি।
তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সকল সদস্য বিন্দু বক্তৃতায় দেশব্যাপী অব্যাহত দর্শন নারী নির্যাতন শিশু সহিংসতা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply