খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ১শ ৪০ পরিবারের হাতে বাড়ীর চাবী হস্তান্তর করা হয়।
‘ আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানে সকালে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ উপজেলা হলরুমে অনলাইন টিভির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি,৯ ইউনিয়নের চেয়ারম্যান,স্থানীয় সাংবাদিকসহ উপকার ভোগীরা। অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে বাড়ীর চাবী, জমির দলীল,ডিসিআরের রশিদ,নামজারী ও প্রধানমন্ত্রীর দেয়া একটি সনদ সম্বলিত একটি ফাইল প্রদান করা হয়।
বাড়ীর চাবী পেয়ে নিতাই বাড়ী মধুপুর এলাকার চিনুবালা বলেন,আমার যায় থাকির জাগা করি দিছে ভগবান তার থাকির ব্যবস্থা করি দিবে।
Leave a Reply