খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি\
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নতুন বাস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম’র উপস্থিতিতে এ ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলা উন্নয়ন সহায়তায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যায়ে আধুনিক মডেলের দ্বিতল ভবনের এ কর্মসূচীর উদ্যোগ গ্রহন করা হয়।
ভিত্তি প্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার,উপজেলা প্রকৌশলী মজিদুল হক,সহকারী প্রকৌশলী সাজেদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,প্রেস ক্লাবের আহবায়ক আবু হাসান শেখ তনা ও যুগ্ম আহবায়ক কে এম শাকীর প্রমূখ। উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত কামনা করা হয়।
Leave a Reply