বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

ক্ষমতায় এলে বাতিল করা হবে ‌সংশোধিত কৃষি আইন:‌ পঞ্জাবে বললেন রাহুল গান্ধি

ক্ষমতায় এলে বাতিল করা হবে ‌সংশোধিত কৃষি আইন:‌ পঞ্জাবে বললেন রাহুল গান্ধি

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

আমাদের সরকার ক্ষমতায় এলে এই কৃষি আইন বাতিল করা হবে’‌, কৃষদের খেতি বাঁচাও র‌্যালিতে যোগ দিয়ে একথা বললেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধি। অতিমারীর মধ্যে সংসদে এই বিল পাশ করিয়ে নেওয়া নিয়েও এদিন কেন্দ্রকে নিশানা করেন রাহুল। তিনি বলেন, ‘‌আমি নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলছি, যেদিন কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে, সেদিন এই আইন বাতিল করা হবে। আমরা এই তিনটি কালা কানুনকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলব।’‌ এছাড়াও এদিন সরাসরি মোদির মন্তব্যকে নিশানা করেন রাহুল। তিনি বলেন, ‘‌এই আইনে যদি কৃষকরা খুশি হয়ে থাকেন, যেমনটা প্রধানমন্ত্রী দাবি করছেন, তাহলে তাঁরা কেন আন্দোলনে নেমেছেন?‌ যদি কৃষকের স্বার্থেই এই আইন হয়ে থাকে, তাহলে কেন সংসদে আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হল না?‌’

শুধু একটি পদযাত্রা নয়, দেশজুড়ে অসংখ্য পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে রাহুলের। যেটির শুরু হল এই পদযাত্রার মাধ্যমে। এর নাম দেওয়া হয়েছে ‘‌খেতি বাঁচাও‌ যাত্রা।’‌ রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন একটি ট্র‌্যাক্টর র‌্যালি করার কথা রয়েছে পঞ্জাব কংগ্রেসের। এদিনের এই প্রতিবাদে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি এদিন বলেন, ‘‌কৃষি বিল পাশ হওয়ার পরে কৃষকের নূন্যতম সহায়ক মূল্য কার্যকর করার বিষয়ে কোনও আইন পাশ করেনি কেন্দ্র। তার মানে এটা দাঁড়ায় যে এমএসপি মোটেই নিশ্চিত নয়।’‌ সংসদে পাশ হওয়ার পর থেকেই কৃষিবিল নিয়ে পঞ্জাবে লাগাতার আন্দোলন করছে কংগ্রেস। পঞ্জাবের মুখ্যমন্ত্রী এর আগে আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভও করেছে। পাশাপাশি পঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সে রাজ্যের কংগ্রেস। এর আগে গতকাল হাতরসের নির্যাতিতার বাড়িতে যান রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। দিল্লি নয়ডার সীমান্তে দীর্ঘক্ষণ নাটকের পর পুলিশ তাঁদের যাওয়ার অনুমতি দেয়। তারপর হাতরসে পৌঁছয় কংগ্রেসের প্রতিনিধি দল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD