মোঃ জসিম উদ্দিন,খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ১নং ওয়াড পশ্চিম হাসিমপুর এর কাল্ঠুশাহ পাড়া থেকে বাটুয়াশাহ পাড়া থেকে প্রায় ১/২ কিলোঃ কাঁচা রাস্তার বেহাল দশা।
এই রাস্তাটি সংস্কার করা এই এলাকার জনগণের প্রানের দাবি।
বাটুয়াশাহ পাড়ার যুবক ইপিজেড কর্মী পরিতোষ রায়,মৃত্যনজয় ও মিলিন ক্ষোপ প্রকাশ করে বলেন,আমাদের এই রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তার যাতায়াত সংখ্যা অনেক বেশি। কিন্তু এখন ও কারো নজরে আসে না। আমাদের এই বেহাল দৃশ্য দেখার মতো কেউ নেই…..?
এলাকাবাসীরা জানান,,,এই বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে চরম বিপাকে পরতে হয় স্কুলের ছাত্র-ছাত্রী সহ আমাদের।
এলাকা বাসীর মধ্যে রীতিমতো সপ্ন হয়ে দেখা দিচ্ছে এই রাস্তাটি৷ তাদের ধারনা হয়তো যুগের পর যুগ চলে গেলেও সংস্কার হবে না। এই রাস্তাটি বৃষ্টির সময়ে চলাচলের উপযোগী বলে মনে হচ্ছে না ছোট খাটো অনেক দূর্ঘটনাই ঘটে গেছে ইতোমধ্যে। এবং এতে ঘটতে পারে বড় কোনো দূর্ঘটনা৷ বার বার রাস্তাটি পাশ হয়েছে বলে এলাকাবাসী শুনতে পাচ্ছে আরও ৫ বছর আগে থেকে ৷
প্রতিদিন জনগনকে চলাচল করতে হয় দীর্ঘ কর্দমাক্ত পথ, আবার কখনো কখনো দেখা যায় বয়স্ক লোকদের হোঁচট খাওয়া।
এলাকাবাসীদের ধারনা তাদের এই সপ্নটা সপ্নই থেকে যাবে৷
এলাকাবাসী আরও জানান, খানসামা উপজেলার উন্নয়নের রুপকার প্রিয় উপজেলা নির্বাহী অফিসার জনাব আহমেদ মাহবুবুল হক স্যার সহ মেম্বার, চেয়ারম্যান ও প্রশাসনের নিকট আকুল আবেদন জানান, বাটুয়াশাহ পাড়ার এই রাস্তাটি সংস্কার করার জন্য।
Leave a Reply