নিউজ ডেস্কঃ
শিশুদের জন্য রান্না করা খাবার অর্থাৎ খিচুড়ি ব্যবস্থাপনা দেখতে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের যে প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে হৈ চৈ করার মতো অবস্থা নেই। খিচুরি রান্না দেখতে আমিও ভারতে গিয়েছিলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, স্কুলের শিশুদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থাপনা দেখতে আমি নিজেও ভারতের কেরালায় গিয়েছিলাম। যেকোনো বিষয়েই অভিজ্ঞতা নিতে হয়। অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তার ফলও ভালো পাওয়া যায়।
এসময় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের রান্না করা খাবার হিসেবে খিচুড়ি দেওয়ার জন্য কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা করেন প্রতিমন্ত্রী।
Leave a Reply