স্বপন কুমার রায় খুলনা ব্যুনো প্রধান
খুব ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে স্কুলটির পুরাতন শহীদ মিনারটি ভগ্ন অবস্থায় থাকার কারনে শ্রেণিকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে স্কুল কমিটির সভাপতি সহ সকল শিক্ষক কর্মচারীর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশ মোতাবেক ভার্চুয়াল পদ্ধতিতে মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠান ছাত্র- ছাত্রীদের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে উদযাপন করা হয়। কিন্তু পতাকা উত্তোলনের পর শিক্ষকবৃন্দ ভার্চুয়াল অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিছুক্ষণ বিদ্যালয়ে না থেকে ছাত্র-ছাত্রীদের বাড়িতে যখন অবস্থান করেন, ঠিক সে মুহুর্তে এলাকার কতিপয় ব্যক্তিবর্গ বিদ্যালয়ে এসে শিক্ষকদের দেখতে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। খবরটি জানতে পেরে স্থানীয় সাংবাদিকবৃন্দ সেখানে উপস্থিত হন। স্কুলের প্রধান শিক্ষক স্মৃতিকণা রায়,সভাপতি নারায়ণ মন্ডল এবং স্থানীয় কয়েকজন অভিভাবকের সাথে আলাপ করে তারা জানতে পারেন যে মহান বিজয় দিবস সরকারি বিধি মোতাবেক যথাযথ ভাবে পালন করা হয়েছে। প্রধান শিক্ষক এবং সভাপতি স্কুলের ভগ্ন শহীদ মিনারটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।.
Leave a Reply