স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের বানিশন্তা ইউনিয়নে নয়টি
ওর্য়াডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভব্য দলীয় প্রার্থীউপজেলা আওয়ামীলীগের সদস্য, বিনয় কৃষ্ণ সরদারএর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে পাচশত পরিবারের মাঝে ৫০০ শত কম্বল বিতারন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে শীতবস্ত্র
কম্বল বিতরন করেন খুলনাজেলা আওয়ামীলীগের সভাপতি ও খুলনাজেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের সহধমিনী মেহেরনীগার সপ্না। এই সময় তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে হবে।বাঙালীর হাজার বছরের ইতিহাসে শ্রেষ্ঠতম সেই পুরুষ তিনি, একটি স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে অসাম্প্রদায়িক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলার মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমান। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন সুনিত রায়,হিল্লোল সরকার,কুমারেশ মন্ডল,মলয়মন্ডল,.
Leave a Reply