.স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনাজেলা প্রশাসক ও বিজ্ঞ জেলাম্যজিস্ট্রেট জনার মোঃ হেলাল হোসেনের নির্দেশনায় দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের তত্বাবধনে সহকারী কমিশনার ভুমি মুর্তজা খান আজ ২২ ডিসেম্বর মংগল বার উপজেলার দাকোপের খলিশা নামক স্থানে ভাঙ্গন এলাকায় নদীর তলদেশ হতেব ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সহকারি কমিশনার ভুমি ও মোবাইল কোর্টের নির্বাহী হাকিম মোোঃ মুর্তজা খান মোবাইল কোর্ট পরিচালনা করেনন।এসময় এক ব্যক্তিকে ২০০০০০( দুই লক্ষ) টাকা আর্থিক জরিমানা করেন। প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের হাকিম
মুর্তজা খান।
Leave a Reply