স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকেপের পুলিশের অফিসার ইনচার্জ সেকেন্দার আলীর উদ্যোগে আজ ১৯ ডিমেম্বর শনিবার দাকোপ থানা চত্তরে অসহায় দুস্ত, সহায় সম্ভলহীন ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরনকরেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ সেকেন্দার আলী। প্রযন্ড শীতের প্রকপে মানুষ যখন অসহায় অবস্হায় দিন নিপাত করছিলো ঠিক তখনই দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ সেকেন্দার আলী আত্নমানবাবতায় এগিয়ে এসে ছিন্নমুল মানুষের মাঝে শীতনিবারনের জন্য কম্বল বিতরন করলেন। তিনি দৃষ্টান্ত স্বরুপ প্রমান করলেন পুলিশ জনগনের বন্ধু।
বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের প্রত্যেকটি থানার ওসি হবে মানবিক নেতা। পুলিশ ই জনতা পুলিশ হবে জনগনের বন্ধু। এই হোক অঙ্গীকার। ধন্যবাদ প্রিয় বড় ভাই শেখ সেকেন্দার আলীকে। অতি অল্পদিনে দাকোপবাসীর মনে আস্থা ভালবাসার জায়গা তৈরী করেছেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী।
এ ধরনের সামজিক কাজে দৃষ্টানত স্হাপন করায় দাকোপ থানা পুলিশের অফিসান ইনচার্জ সেকেন্দার আলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দাকোপ বাসী।
Leave a Reply