সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

খুলনার দাকোপে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
আজ ২মার্চ জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষে
নানান কর্মসুচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি এর
মধ্যে সর্বশেষ হালনাগাদ করা চুড়ান্ত ভোটার তালিকা
করবে ইসি।
ইসির যুগ্ম-সচিব আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় ভোটার দিবসে ২০২০ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে।

জানা যায়, বর্তমানে দেশে তালিকাভুক্ত ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। ইসি থেকে গত ১৭ জানুয়ারি প্রকাশিত নতুন নিবন্ধন করা ভোটার ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন। এতে হালনাগাদের পর দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ছাড়িয়ে যাবে।

সেই হিসাবে দেশে মোট ভোটার দাঁড়াবে ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ এবং নারী ভোটার পাঁচ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন। আপিলে কিছু যোগ-বিয়োগ না হলে আজ এটাই চূড়ান্তভাবে প্রকাশ করবে ইসি।এলক্ষে দাকোপে জাতীয় ভোটার দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০ টায় নির্বাহী অফিসারের কার্র্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন।বিশেষ অতিথির বক্তৃব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ শহিদুল ইসলামসহ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD