বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

খুলনার দাকোপে মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষে চারদলীয় ফুটবল টুর্ন্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খুলনার দাকোপে মুজিবজন্মশতবার্ষিকী উপলক্ষে চারদলীয় ফুটবল টুর্ন্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
মুজিব জন্মশত বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে খুলনারদাকোপের বানিশন্তার পিনাক পানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪ দলীয় ফুটবল টুর্ন্নামেন্টের ফাইনাল খেলা আজ ৭জানুয়ারী বৃহস্পতিবার বিকালচারটার দিকে অনুষ্ঠিত হয়। দু’দলে বিদেশী খেলোয়াড অংশ নেয়।
চুড়ান্ত খেলাটিতে প্রতিদদ্বিতা করেন দাকোপ এলেভেন
জুয়েল বনাম পার্থ প্রতিম ফুটবল একাদশ। খেলাটি নিদিষ্ট সময়ে এক এক গোলে উপনিত হলে ট্রাইব্রেকারে গড়ায় পার্থপ্রতিম একাদশ তিন দুই গোলের ব্যবধানে শিরোপা লাভ করে।উক্ত খেলায় চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী
লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসোন,বিশেষ অতিথি ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয়কৃষ্ণ রায়,চেয়ারম্যান সরোজিত কুমার রায়,পরিমল রপ্তান,বিনয় কৃষ্ণ সরদার,পার্থপ্রতিম রায়,,সন্জিব রায় প্রমুখবিজয়ীদল পার্থ প্রতিম একাদশ কে একটি ফ্রীজ ও রানাসআপ দলকে একটি ৩২ ইন্চি এলইডি টিভি পুরস্কার হিসাবে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD