স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল পদ্ধতিতে মহান বিজয় দিবসে সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ ডিসেম্বার বুধবার সকাল ১০ টারদিকে উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা ১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মর্তুজা খান, দাকোপ থানা অফিসার ইন চার্জ শেখ সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র নাথ মন্ডল, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোজাম্মেল হক নিজামী, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, উপজেলা প্রোকৌশলী ননী গোপাল দাস, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, প্রেস ক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা সোহেল আহম্মেদ, শিক্ষক লতিকা মন্ডল প্রমুখ। সভার পূর্বে সূর্য্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও দাকোপ প্রেসক্লাবের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পন করা হয়। সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা,ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনা করা হয়।
Leave a Reply