রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার রিদিতা ইসলাম শ্রেয়া পুরস্কৃত কন্ঠের মুগ্ধতায় ও উপস্থাপনার নান্দনিকতায় আলোচিত এক নাম মাসুদ রানা বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশএর অভিষেক অনুষ্ঠিত বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় হিফজুল কোরআন বিভাগের ৪ ছাত্রের শেষ ছবক প্রদান
খুলনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার .দাকোপে চালনা পৌরসভা ৪নং ওয়ার্ডে চিহ্নিত সন্ত্রাসী, ব্লাকার, আরমান বাহিনীর বিরুদ্ধে এলাকার বাসীর পক্ষে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্কব্য পাঠ করেন রিয়াজ শেখ। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিল আইয়ুব আলী কাজী, আল আমিন সানা, তাহের শেখ, আজ্জাদ শেখ, সাইফুল ইসলাম।
লিখিত বক্তব্যে রিয়াজ শেখ বলেন ৪ নং ওর্য়াডের নির্যাতিত
নিপীড়িত মানুষ নিরুপয়ায় হয়ে আরমান বাহিনীর ধারাবাহিক চাদাবাজী, অত্যাচার থেকে বাচতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাষনেন দৃষ্টি আর্কষন করছি। সুবিচার পাওয়ার আশায় মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালত খ অন্চল এ ও দাকোপ থানা প্রশাসন এর নিকট এজাহার করার জন্য লিখিত দরখস্ত দেওয়া হয়েছে।আরমান ফকির পিতা মৃত ছলেমান ফকির,মতিয়ার বিশ্বাস,মুরাদ বিশ্বাস,মিলন লস্কর, হযরত শেখ,তাসলি বেগম,রানা লস্কর,মিরাজ শেখগং রা স্হানীয় পৌরনির্বাচনের
পর কতিপয় কিছু লোকের মদদে বেপরোয়া হয়ে স্হানীয় বাসিন্দার উপর নানা রকম নির্যাতনে লিপ্ত রয়েছে।গত ইং ২৮
জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার সময় আমার
মা বাবা ফুফু শাশুড়ী সহ এলকার আরো অনেককে বেধড়ক মারপিট করে প্রায় ১০ জন মানুষ মারত্নক জখম অবস্হায় হাসপাতালে ভর্তি রয়েছে।এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে সাংবাদিক সম্লেলন করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD