আমির হোসেনঃ
নলছিটির তালতলা বাজারে গাড়ি চালক হারুন অর রশিদ হত্যায় জরিতদের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার ১২ ঘটিকায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী ও নিহতের স্বজনরা ।
নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের মাদারঘোনা গ্রামের বাসিন্দা হারুন অর রশিদকে ঢাকায় একটি বাসায় ডেকে নিয়ে গত ২৪ নভেম্বর বন্দি করে পরিবারদের কাছে মুক্তিপণ দাবি করে। চাহিদামত মুক্তিপণের টাকা না পাওয়ায় গাড়ি চালক হারুন আর রসিদকে ২৫ নভেম্বর ২০২০ হত্যা করে লাশ লাকেজের মধ্যে ঢাকার ডেমরার সারুলিয়ার বাসেরপুল খালে ফেলে দেয়া হয়। পরে সেখান থেকে লাকেজ ভর্তি লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।
হারুন কে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যায় জরিত থাকার সন্দেহে মো. মাহাবুব, রাজন ও লিপি আক্তার নামে ০৩ জনকে আটক করেছে পুলিশ। সমাবেশে বক্তব্যে নিহতের ভাই সোহাগ ও রিপন বলেন হত্যার সাথে জরিতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।
Leave a Reply