মোঃ মহসিন মিয়া
শরীয়তপুর জেলা প্রতিনিধি।
শরীয়তপুর জেলা, গোসাইরহাট উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস (অক্টোবর-২০২০) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মুজিববর্ষ উপলক্ষে শরীয়তপুর জেলা, গোসাইরহাট উপজেলায় সড়কের পট্টি ব্রিজ রাস্তায় নামক স্থানে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ শ্লোগান নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের উদ্যোগে মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে সড়ক সংস্কার ও মেরামত কাজ ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস (অক্টোবর-২০২০)’ উদ্বোধন করেন।
উদ্বোধন কালে গোসাইরহাট উপজেলা প্রকৌশলী দশরথ কুমার বিশ্বাস বলেন, গোসাইরহাট উপজেলায় আরইআরএম পি – ৩ মোট কর্মীর সংখ্যা ৮০ জন। তাদের বেতন প্রতিদিন-২৫০ টাকা। সঞ্চয়ী হিসাবে জমা-৮০ টাকা। নগদ প্রদান-১৭০ টাকা প্রতিদিন। মেরামত / সংরক্ষণ এর অধীনে গ্রামীণ সড়ক এর আওতায় নিয়মিত রক্ষাণাবেক্ষণ(Off Pavement) আওয়াতায় এলসিএস মহিলা শ্রমিক-১৯ জন রয়েছেন। তাদের বেতন-৩০০ টাকা প্রতিদিন,নগদ প্রদান প্রতিদিন-২০০টাকা, জমা-১০০ টাকা, সুপার ভ্রাইজার-৩৭৫ টাকা, নগদ -২৭৫ টাকা, জমা-১০০ টাকা। চলমান রয়েছেন এবং পাকা রাস্তাগুলো মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে সংস্কার করার কাজ শুরু করেছি। মুজিববর্ষ উপলক্ষে এলজিইডি কিছু কার্যক্রম হাতে নিয়েছে। এলজিইডি বিভাগ অক্টোবর মাসকে সড়ক সংস্কার মাস হিসেবে উল্লেখ করেছে। শুধু অক্টোবর মাস-ই নয় মোবাইল মেইনটেনেন্সের মাধ্যমে সারা বছর গোসাইরহাট উপজেলা সকল পর্যায়ে সড়কের সংস্কার ও মেরামত কাজ করা হবে।
‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, গোসাইরহাট উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের। গোসাইরহাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান চেয়ারম্যান কোদালপুর ইউনিয়ন পরিষদ। গোসাইরহাট উপজেলা প্রকৌশলী দশরথ কুমার বিশ্বাস, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো আবুল কালাম আজাদ, উপজেলা নক্সাকার উপ-সহকারী প্রকৌশলী এস এম সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশল অফিসের ভাঃ প্রাঃ হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখসহ। এ সময় স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply