মোঃ মহসিন মিয়া,শরিয়তপুর জেলা প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন পরিষদ এর কৃষি অফিস থেকে 32 জন কৃষকের মাঝে বিনামূল্যো স্বল্প ও মধ্য মেয়াদি শাকসবজিরবীজ,লালশাক ১০০ গ্রাম ,বেগুন ১ গ্রাম,ঝিঙ্গা ২০ গ্রাম,মুলা ৩০ গ্রাম,ধনিয়া ২০ গ্রাম,ঢেরশ ১৫ গ্রাম,মরিচ ০১ গ্রাম,লাউ ০৬ পিচ,করলা ১০ পিচ,পালংশাক ০৫ গ্রাম,পুইশাক ০৫ গ্রাম ,পেপে ০১ গ্রাম,কলমিশাক ২৫ গ্রাম,ধুন্দুল ১০ গ্রাম সহ ১৪ প্রকার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার এজাজ আল মাহমুদ ও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ রেজাউল করিম উজ্জল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম। এসময় উপসহকারী কৃষি অফিসার এজাজ আল মাহমুদ বলেন ২০২০-২০২১ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যাগে দেশব্যাপী সবজি চাহিদা পূরনের লক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরন করলাম।এই বীজ বিতরনের একটি মাত্র লক্ষ্য হলো যাতে করে এদেশে কোনো প্রকার পুষ্টির ঘাটতি দেখা না যায় ও এই বীজ গুলো এক বছর মেয়াদী সবজি চাষের পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে।পরিকল্পনা অনুযায়ী সবজি চাষ করা হলে একজন কৃষক পরিবারের সারা বছর ব্যাপী পুষ্টি চাহিদা পূরণ হবে পাশাপাশি অতিরিক্ত সবজি বাজার জাতকরলে কৃষক কিছু টাকা লাভবান হবে ও কৃষকের অতিরিক্ত কোনো সবজি বাজার থেকে ক্রয় করতে হবে না।
Leave a Reply