নিউজ ডেস্কঃ
চীনের হয়ে গুপ্তচরের কাজ করায় নিউইয়র্ক সিটি পুলিশের এক কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।তিব্বতে জন্ম নেওয়া বাইমাদাজি অংওয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিউইয়র্কে থাকা চীনের নাগরিকদের কর্মকাণ্ডের তথ্য সরবরাহ করতেন।বাইমাদাজি অংওয়াং তিব্বতি সম্প্রদায়ের মধ্যে কারা গোপনে তথ্য দিতে পারেন, তা চিহ্নিত করতেন।
বিবিসির মঙ্গলবারের খবরে জানা যায়, গতকাল সোমবার পুলিশ বিভাগের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটে কর্মরত মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ৫৫ বছরের কারাদণ্ড হতে পারে।
আইন কৌঁসুলিরা বলছেন, যুক্তরাষ্ট্রের রিজার্ভ সেনাবাহিনীর একজন সদস্য ছিলেন বাইমাদাজি অংওয়াং। তিনি সিভিল অ্যাফেয়ার্স বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। চীনের কনস্যুলেটের দুই কর্মকর্তার সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তিব্বতিদের বিভিন্ন খবরাখবর দেওয়ার পাশাপাশি অংওয়াং চীনের বিভিন্ন কর্মকর্তাকে নিউইয়র্ক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দিতেন।
আদালতে দাখিল করা নথিপত্রে জানা গেছে, বাইমাদাজি অংওয়াং চীনা কর্মকর্তাদের বলেছেন, তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে উচ্চপদে যেতে চান, যাতে তিনি চীনকে সহযোগিতা করতে পারেন।
অংওয়াংয়ের বিরুদ্ধে জালিয়াতি, মিথ্যা বিবৃতি দেওয়া ও আনুষ্ঠানিক তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
আদালতের তথ্য অনুসারে, অংওয়াংয়ের বাবা চীনের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। তিনি কমিউনিস্ট পার্টি অব চীনেরও একজন সদস্য। তাঁর মা–ও এই দলের একজন সদস্য এবং সাবেক সরকারি কর্মকর্তা।
নিউইয়র্ক পুলিশ কমিশনার ডারমট এফ সেয়া এক বিবৃতিতে জানান, বাইমাদাজি অংওয়াং যুক্তরাষ্ট্র, মার্কিন সেনাবাহিনী ও পুলিশ বিভাগের কাছে করা সব শপথ ভেঙেছেন।
বৌদ্ধধর্মাবলম্বী–অধ্যুষিত তিব্বত চীনের স্বায়ত্তশাসিত এলাকা। বেইজিং বলছে, চীনের শাসনামলে সেখানে অনেক উন্নতি হয়েছে। তবে মানবাধিকার দলগুলো বলছে, চীন অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করছে। চীন সেখানে রাজনৈতিক ও ধর্মীয় নিপীড়ন চালিয়েছে। তবে বেইজিং বরাবর এসব দাবি অস্বীকার করেছে।
Leave a Reply