লিয়াকত মাসুদ কসবা ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় লক্ষ্মীপুর গ্রামের ইমাম হোসেন -কিস্তি উঠিয়ে দুই মাস আগে একটি ব্যাটারিচালিত ইজিবাইক কিনেছিলো দুই মাসের মাথায় চুরি হয়ে গেছে। গত সোমবার ১২টার দিকে এমন ঘটনা ঘটেছে কসবা উপজেলা পরিষদের সামনে সিএনজি স্টেশন এলাকায় এই ঘটনা গঠে কিস্তির টাকায় ক্রয়কৃত ইজিবাইকটি হারিয়ে শোকে আহাজারি থামছে না দরিদ্র পরিবারটির।
ইমাম হোসেন জানায়, উপজেলার গোপীনাথপুর গ্রীন হেলথ হসপিটালের সামনে থেকে দুইজন লোক ইমাম হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করে তারা বলে কসবা যাবে। কসবা গিয়ে বলে তাদের প্রতারক চক্রের এক সদস্য বলে তাদের কাছে নগদ কোন টাকা নেই তারা বিকাশ থেকে তুলে দেবে ব্যাটারিচালিত ইজিবাইকের ইমাম হোসেন কে বলে তাদের সাথে যাওয়ার জন্য সহজ সরল ইমাম হোসেন তাদের সাথে বিকাশের দোকানে গেলে প্রতারক চক্রের অন্য সদস্যরা তার গাড়িটি নিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরও তার এই গাড়িটি খুঁজে পাওয়া যায়নি প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে হয় কসবা থানায় তাকে সোপর্দ করা হয় ইমাম হোসেন বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করে হয় করোনাকালের এই অভাব-অনটনের মধ্যে কিস্তিতে কেনা ব্যাটারিচালিত ইজিবাইক হারিয়ে রাস্তায় পড়ে আহাজারি করছেন ইমাম হোসেনের বাবা জাকির হোসেন
, এখন কী করে এই কিস্তির টাকা পরিশোধ করব?
এ ব্যাপারে কসবা থানা অফিসার ইনচাজ মোহাম্মদ আলমগীর ভুইয়া বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক টি চুরি হওয়ার বিষয়টি অবগত হওয়ার পর থেকে গাড়িটি উদ্ধারের জন্য কাজ করছে কসবা থানা পুলিশ।
Leave a Reply