শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

কসবায় এয়ার পিস্তলসহ একজন আটক

কসবায় এয়ার পিস্তলসহ একজন আটক

কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
এসময় হাবিবুর রহমান (২৫) নামে ডাকাতি মামলার এক আসামীকে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমান উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।

শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের রগুরামপুর গ্রাম থেকে এয়ার পিস্তল উদ্ধার করা হয় ও আটক করা হয় হাবিবুর রহমানকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এছাড়াও আটককৃত হাবিবুর রহমানের নামে কসবা থানায় ২টি ডাকাতি মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে। সে এলাকার মোটরসাইকেল চোর চক্রেরও একজন সক্রিয় সদস্য।

জানা যায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নে রগুরামপুরে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিস্তল ফেলে পালানোর চেষ্টা করে হাবিব। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং পিস্তলটি উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি মামলাসহ ৫মামলার আসামী হাবিবুর রহমানে আটক করা হয়েছে। এসময় একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে রোববার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD