শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

কসবায় ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমান আদালতে এক বখাটে যুবকের সাজা

কসবায় ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমান আদালতে এক বখাটে যুবকের সাজা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

কসবায় ইভটিজিং এর অপরাধে ভ্রাম্যমান আদালতে এক বখাটে যুবককে ১ বছরের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মো. ছামিউল ইসলাম।

বখাটে যুবকের নাম মো. ইব্রাহীম (২২)। সে পেশায় একজন অটোরিকশা চালক। সে কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

আদালত ও এলাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটিকার সময় কুটি গার্লস স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রী কোচিং শেষে বাড়ি ফেরার পথে মো. ইব্রাহীম নামের এক বখাটে যুবকের হাতে ইভটিজিং এর শিকার হয়। বখাটে যুবক একজন অটোরিকশা চালক। ওই ছাত্রী সে সময় অটোরিকশা করে বাড়ি ফিরছিল। ইব্রাহীম অটোরিকশা চালানো অবস্থায় মেয়েটির সাথে অশালীন কথা বলতে থাকে এবং এক পর্যায়ে গাড়ি চালানো অবস্থায় পিছনে ফিরে মেয়েটির শরীর স্পর্শ করার চেষ্টা করতে থাকে। মেয়েটি বাধা দিলে একপর্যায়ে তার পরনের জামা ছিঁড়ে যায়। মেয়েটির চিৎকারে লোকজন জড়ো হয়ে চালককে আটক করে ইউএনওকে খবর দেয়।

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌছে। অভিযুক্ত যুবক স্বেচ্ছায় দোষ স্বীকার করায় দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ বিধি মোতাবেক তাকে ১ ( এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক অটোরিকশা চালককে ইভটিজিংয়ের অপরাধে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD