মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

জনগনের সেবার জন্য রাজনীতি করি মোঃ হাবিবুর রহমান সবূজ

জনগনের সেবার জন্য রাজনীতি করি মোঃ হাবিবুর রহমান সবূজ

আকিবুজ্জামিন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

মানব সেবা সর্বোচ্চ ইবাদত,আর মানব সেবা ও অসহায় মানুষের পাশে দাড়ানোর এক বীর পুরুষ দেবহাটা উপজেলার চেয়ারম্যান হাবিবুর রহমান (সবূজ)। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে জনগনের সেবা সাহায্য করতে হয় তার উজ্জ্বল প্রমান তিনি।২০০০ সালে বাংলাদেশ ছাত্রলীগ এর উপজেলা সাংগঠনিক সম্পাদক হয়ে রাজনীতি তে পদার্পন করেন তিনি।সেখান থেকে হাটি হাটি পা পা করে ২০১৪ সালে, জামায়াত ও বি এন পির তান্ডব এ যে সময় সাতক্ষীরা জেলা মিনি পাকিস্তান এ পরিনত হয়েছিলো সে সময় তিনি উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি হয়ে কঠোর ভাবে দায়িত্ব পালন করেন।বর্তমান তিনি দেবহাটা উপজেলার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান।তাহার কাছে প্রশ্ন করা হয় জনগনকে আপনি কেমন চোখে দেখেন,এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগনকে আমার কাছে আসতে হবেনা,আমি নিজে জাবো সরকারি সেবা সাহায্য জনগনের কাছে পৌছে দিতে।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনগনের জন্য।একজন অসহায় গরীব মানুষ তার কাছে এসে সাহায্য চাইলে সরকারি ভাবে না দিতে পারলেও তিনি নিজ অর্থায়নে কিছুটা সাহায্য করেন।এ বিষয়ে দেবহাটা উপজেলার কিছু ব্যক্তির কাছে প্রশ্ন করলে তারা বলেন,সবূজ ভাইয়ের কাছে যেয়ে খালি হাতে ফিরছে এমন কেউ নেই।দিন কিনবা রাত যখন তাকে স্বরন করা হয় তখন তিনি জনগনের ডাকে সাড়া দেন।তার ভবিষ্যত পরিকল্পনা, বর্তমানে কিছু নব্য আওয়ামী লীগ নাম ধারি ব্যক্তি দলে ঢুকে দলের ভাব মূর্তি নষ্ট করছে তাদের কে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে একটা শৃঙ্খল আওয়ামী লীগ কমিটি উপহার দিতে চান দেবহাটা উপজেলা বাসিদের কে।তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মাদক ও দূর্নীতি মূক্ত সোনার বাংলার গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।প্রধান মন্ত্রীর স্বপ্ন প্রতিটা গ্রাম হবে শহর,মাননীয় প্রধান মন্ত্রীর এ স্বপ্ন পূরনেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। অবশেষে তিনি বলেন জনগনের শতভাগ সেবা নিশ্চয়তা ও দূর্নীতিবাজ দের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখব ও বিশৃঙ্খলা সৃষ্টি কারী নব্য আওয়ামী লীগদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করব আমি।তাহার এলাকায় সকল জনগনের কাছে দোয়া কামনা করেন তিনি।তার দেবহাটা উপজেলার সকল জনগন ও দেশবাসির সু`স্বাস্থ্য কামনা করেন তিনি।ভবিষ্যতে সকলের দোয়া ভালোবাসা কামনা করেন দেবহাটা উপজেলা বাসির নয়নের মনি মোঃ হাবিবুর রহমান (সবূজ)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD