সৌরভ আহমেদ সাকিব
একটি রাতের অসুস্থতা পেরিয়ে
তুমি ধরতে চেয়েছ চর-বিল।
অথচ বিষণ্ণ নৌকার মতো তোমার শরীর টলমল।
আবছা গ্রামের মতো তোমার হাত-পা সরে সরে যায়।
এখানে তুমি ভীষণ অস্থির;
তোমার অস্থি-মজ্জাসহ বিপন্ন আবেগ
ধুলোতেই গড়াগড়ি খায়।
তুমি এক চরহীন পাখি কেবল মরুতেই ছুটে যাও..
এসো হে রুগ্ন কল্পলতা তোমাকেই পরিচর্যা করি।
অন্ধ নক্ষত্রের মাঝে যেটুকু আলো অবশিষ্ট থাকে,
রুগ্ন চুম্বনের পাশে যেটুকু নিঃশ্বাস অবশিষ্ট থাকে,
সবটুকু নিয়ে এসো স্থায়ী জলের পাশে বসি,
এসো, যৌথ যৌনস্নানে পুনরায় জলছবি আঁকি…
Leave a Reply