রাকিব মাহমুদ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জাতির পিতার অবমাননা, সোনার বাংলায় চলবেনা এই স্লোগান কে সামনে রেখে আজ ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর উদ্যোগে মাননীয় উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ১ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা প্রতিবাদে মাননীয় উপাচার্য মহাদয় ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।মাননীয় উপাচার্য ছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম সরোয়ার,পরিচালক – অর্থ ও হিসাব দপ্তর( চলতি দায়িত্ব), জনাব শিবলী মাহবুব,উপ- পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর ( চলতি দায়িত্ব), মাননীয় ট্রেজারার মহোদয়,বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ,রেজিস্ট্রার মহোদয়, জনান সোহরাবলী,জনাব রওশন আলম স্যার, চেয়ারম্যান, সংগীত বিভাগ,বরুন চন্দ্র রায় চেয়ারম্যান অর্থনীতি বিভাগ,।শারমিন আক্তার চেয়ারম্যান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ,লায়লা ফেরদৌস চেয়ারম্যান রবীন্দ্র অধ্যায়ন বিভাগ,ফারহানা ইয়াসমিন বাতেন চেয়ারম্যান সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ বিভাগ। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সোহাগ হোসাইন ও ছাত্রলীগের আরও অনেকে।এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলো।
Leave a Reply