আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলায় দৈনিক ইত্তেফাক এর প্রকাশনার ৬৮ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত করা হয়েছে। বৃহস্পতিবার ২৪ডিসেম্বর সকালে পত্রিকাটির জেলা প্রতিনিধি এসএমএ হালিম দুলাল জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ষপূতি অনুষ্ঠানে র্যালী,কেককর্তন ও আলোচনা সভার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সভাপতি, চ্যানেল আই সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্ব করেন। দৈনিক ইত্তেফাক এর জামালপুর জেলা প্রতিনিধি এসএমএ হালিম দুলাল ’দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি স্মৃতিচারণ করে ১মিনিট নিরাবতা পালন করে তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা থেকে প্রকাশিত দৈনিক জামালপুর কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান। বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সহ-সভাপতি ইনডিপেন্ডেন টিভি সাংবাদিক দুলাল হোসাইন, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আনোয়ার হোসেন, জামালপুর জেলার বিশিষ্ট প্রবীণ সাংবাদিক নিউজ ৩৪ টিভি ও সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, কালের কন্ঠ এর সাংবাদিক মোস্তুফা মনজু, বাংলা ভিশন টিভির সাংবাদিক জাহিদ হাবিব, দৈনিক সচেতন কন্ঠ প্রত্রিকার সাংবাদিক বজলুর রহমান, দৈনিক ইত্তেফক মাদারগঞ্জ উপজেলা সাংবাদ দাতা জাহিদুর রহমান উজ্জ্বল,মেলান্দহ সংবাদদাতা শাহ জামাল,ইসলামপুর সংবাদদাতা এম শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।
Leave a Reply