আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি করায় মো. লিটন পাটোয়ারী (২৫) নামের এক ব্যক্তিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৬ আগষ্ট ২০২০ বুধবার সন্ধায় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
টিকিট কালোবাজারি লিটন জামালপুর শহরের শাহপুর এলাকার মো. গোলাম হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে জামালপুর রেলস্টেশনে বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা প্রশাসনের নির্দেশে সেই দিন সন্ধায় জামালপুর রেলওয়ে স্টেশনে অভিযান রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয় । এসময় তিস্তা ট্রেনের ৩ টি টিকিট কালোবাজারে বিক্রির সময় তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করায় মো. লিটন পাটুয়ারিকে ভোক্তা অধিকার আইনের (৪০) ধারায় ভ্রাম্যমান আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় রেলের যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তারা টিকিট কালোবাজারির সাথে জড়িত গডফাদারদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
Leave a Reply