আমির হোসেন, ঝালকাঠিঃ
‘ক্রিয়াই শক্তি,ক্রিয়াই বল’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠিতে বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে ঝালকাঠি ইকোপার্কে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
ক্রিকেট ম্যাচে বরিশাল ও ঝালকাঠির বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বরিশাল ২৩ রানের ব্যবধানে পরাজিত করে ঝালকাঠিকে।
টসে জিতে বরিশাল ব্যাট করে ৫ উইকেটে ১২৫ রান তুলে নেয়। জবাবে ঝালকাঠি ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে।
প্রতিযোগিতায় ঝালকাঠি দলের সরকারি মহিলা কলেজের প্রভাষক গোলাম মর্তুজা,বরিশালের দলের আলেকান্দা সরকারি কলেজর প্রভাষক মো. জুবায়ের অধিনায়কের দায়িত্বে পালন করেন।
এসময় ঝালকাঠি সরকারি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াস বেপারী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামিম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply