শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বিণামূল্যে চক্ষু সেবা প্রদান

ঝালকাঠিতে বিণামূল্যে চক্ষু সেবা প্রদান

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে স্বাস্থ্য বিধি মেনে নাগরিক ফোরাম এর উদ্যোগে দেড় শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার উপজেলার ইসলামিয়া ফার্মেসীর ২য় তলায় নাগরিক ফোরামের অফিস কক্ষে সকাল ৯টায় থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় রোগী দেখে চিকিৎসাপত্র দেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার মো. শামিম আহম্মেদ।

চিকিৎসা নিতে আসা নুরজাহান বেগম, মোজাম্মেল মাস্টার, মমতাজ বেগম, মিলন হালদার জানায়, টাকার অভাবে বরিশাল গিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয়নি। এখন ডাক্তার বাড়ির কাছে পেয়ে বিনামূল্যে চিকিৎসা নিয়ে বেশ উপকৃত হয়েছি।

উল্লেখ্য নাগরিক ফোরাম ও সোহাগ ফাউন্ডেশন যৌথভাবে বিনামূল্যে অস্বচ্ছল চক্ষুরোগীদের ঔষধ সরবরাহ করেন।

ঝালকাঠি জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি মো. আহসান হাবিব সোহাগ বলেন, অস্বচ্ছল চক্ষু রোগীদের কথা চিন্তা করে প্রতিবছরই এরকম দুই-একটা প্রোগ্রাম করে থাকি। করোনা ভাইরাসের কারনে অনেক দিন বন্ধ রাখতে হয়েছিল। এভাবে সাধারন মানুষে উপকারের জন্য আগামিতেও এ ব্যবস্থা চলমান থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD