বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঝালকাঠিতে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আমির হোসেন, ঝালকাঠিঃ

জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনাসভা, কেক কাটা ও দোয়া-মোনাজাতে পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাব হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব, ঝালকাঠি সংবাদপত্র পরিষদের আহব্বায়ক ও দৈনিক শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গির হোসেন মন্জু, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দুলাল সাহা, প্রেসক্লাব সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার। সময়ের আলো পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি আতিকুর রহমান ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশিদ, সহসভাপতি মানিক রায়, প্রবীণ সাংবাদিক আলী হায়দার তালুকদার, প্রথমআলো প্রতিনিধি অ্যাডভোকেট মাহমুদুর রহমান পারভেজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, আমাদের সময় প্রতিনিধি রতন আচার্য্য, ৭১টিভি প্রতিনিধি তরুন সরকার, এসএটিভি প্রতিনিধি অলোকসাহা, ইনডিপেন্ডেন্ট প্রতিনিধি রহিম রেজা, মানবকণ্ঠ প্রতিনিধি রাজু খান, আমার সংবাদ প্রতিনিধি নাইম হোসেন, দূরন্ত ফাউন্ডেশন পরিচালক তাসীন মৃধা অনিক, জুনায়েদ, শরিফুল ইসলাম, মানব কল্যান সোসাইটির সভাপতি উজ্জল হোসেন, উদ্যোক্ত তরিকুল ইসলাম তানিমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ। কর্মসূচীর মধ্যে ছিলো সকাল ১০টায় অতিথিবৃন্দের কেক কাটা, আলোচনাসভা শেষে দোয়া-মোনাজাত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD