শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

ঝুরি পিঠা গ্রাম শাহজাদপুরের হাটপাঁচিল

ঝুরি পিঠা গ্রাম শাহজাদপুরের হাটপাঁচিল

রাকিব মাহমুদ,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম হাটপাঁচিল।এই গ্রামের মানুষেরা নিজেদের জীবীকা নির্বাহের জন্য বেছে নিয়েছে  ঝুরি পিঠা।

উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাঁচিল গ্রামটি একসময় ছিল অবহেলিত।যমুনা নদীর তীরে অবস্থিত এই গ্রামে অনেক মানুষই চুরি করে সংসার চালাতো।চুরির জন্য লোকমুখে গ্রামটির কুখ্যাতিও ছিল।কিন্ত  বর্তমানে গ্রামটির প্রেক্ষিপত একেবারেই ভিন্ন।এখন গ্রামটির অধিকাংশ মানুষই নিজেদের জীবীকা নির্বাহ করে এই ঝুরি পিঠা বানিয়ে।দেশব্যপি রয়েছে হাটপাঁচিলের ঝুরির সুখ্যাতি।সাদা রঙের ঝুরির পাশাপাশি গুরের ঝুরি,চিনি ও গুরের সাজের ও বেশ কদর আছে।দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এই গ্রামটি থেকে ঝুরি নিয়ে বিক্রি করে।ছেলেদের পাশাপাশি গ্রামের মহিলারাও সরাসরি ঝুরি তৈরি করে থাকে।ঝুরি উৎপাদনকারী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়,  ”বর্তমান করোনার সময়ে বাড়ছে ঝুরি তৈরি সব উপাদানের দাম।সেইসাথে কমছে বিক্রি।তাই বর্তমানে তেমন লাভ থাকছেনা তবুও নিজেদের পেট চালানোর জন্য করতে হয়।সরকারি যদি কোনো সহযোগিতা কিংবা লোন পাওয়া যেতো আমাদের জন্য খুব উপকার হতো। আমরা আমাদের ব্যবসাটি ভালভাবে চালিয়ে যেতে পারতাম।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD