ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
হাসিমুখে দেশে প্রথম করোনাভাইরাস টিকা গ্রহণ করেছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। হাসপাতাল কর্তৃপক্ষ টিকা গ্রহীতাদের তালিকা করে হাসপাতালের তিনজন নার্সের নাম প্রস্তাব করে। অন্য দুজন ব্যক্তিগত সমস্যা দেখালেও দেশের মানুষের স্বার্থে সরকারের এ সিদ্ধান্ত সানন্দে গ্রহণ করেন মানুষের সেবায় নিবেদিত নার্স রুনু।
নার্স রুনু গণমাধ্যমকে জানান, টিকা গ্রহণের পর আধা ঘণ্টা বিশ্রামে ছিলেন তিনি। এরপর ফিরেছেন পরিবারের কাছে। তিনি বলেন, ‘শুধুমাত্র নিডল পিকিং পেইন ছাড়া আমার কোন সমস্যা হয়নি। অর্থাৎ যেখানে ইঞ্জেকশন সিরিঞ্জ ঢুকানো হয়েছিলো, সেখানে সামান্য ব্যথা হয়েছিলো। সেটা একবারেই সাময়িক। যে কোন ইঞ্জেকশন পুশ করলেই এ রকম সামান্য ব্যথা হয়। এ ছাড়া আর কোন সমস্যা হয়নি।’
তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রতি সন্ধ্যায় টেলিফোনে আমার খোঁজ নিচ্ছেন। আমি ভালো আছি। অনেক মানুষ খোঁজ নিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। টিকা নেওয়ার পর আমি যতো মানুষের ভালোবাসা পেয়েছি, তা আমার সারা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’
তিনি আরও বলেন, ‘বীরত্ব দেখাতে আমি টিকা নেইনি, নিয়েছি নিজের নিরাপত্তা আর মানুষের ভুল ভাঙ্গাতে। টিকা নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে। সব টিকা বা ওষুধেরই কিছু না কিছু পার্শ¦ প্রতিক্রিয়া আছে। কিন্তু সবার শরীরে তা একই রকম ভাবে কাজ করে না। অহেতুক ভয় না পেয়ে বা মিথ্যা গুজবে কান না দিয়ে দেশের সব মানুষেরই সরকারের টিকা প্রদান কার্যক্রমে অংশ নেওয়া উচিৎ।’
Leave a Reply