বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ঢাবিতে যুবক হত্যা জড়িতদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কাজে না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা তরুণ সম্পাদক বিপুল চন্দ্র রায় ও সাহিত্য পত্রিকা বাংলার শব্দচাষী বিশ্বকবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি ফারুক আহমেদ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী ত্রাণ তহবিলের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ আইসিটি সচিব হলেন শীষ হায়দার চৌধুরী কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার, বীজ ও অর্থ বিতরণ
ঢাকায় আনা হয়েছে আহত ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে

ঢাকায় আনা হয়েছে আহত ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে

নিডস নিউজ ডেক্সঃ।

নিজস্ব সংবাদদাতা: ঢাকায় আনা হয়েছে দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় দুপুরে রংপুর থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তির পর সেখানে তার মাথায় অস্ত্রপচারের কথা রয়েছে।

এর আগে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে (ইউএনও) ওয়াহিদা খানমকে চিকিৎসা দেয়া হয়। মাথায় গুরুত্ব আঘাত পাওয়ায় একপাশ অবশ হয়ে গেছে বলে জানিয়েছেন রংপুরের চিকিৎসকরা। তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পর উপজেলা পরিষদ চত্বর ঘিরে রেখেছে প্রশাসন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্তরা ইউএনওর সরকারি আবাসিক ভবনে থাকা নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দোতলার বাথরুম ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এরপর তারা ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে। পরে অন্যান্য কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।
এ সময় তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুরে পাঠানো হয়। সেখানে ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউতে ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের স্বামী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD