সাহিত্য ডেক্স:
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একটি বিশিষ্ট মাসিক সাহিত্য পত্রিকা,বাংলার শব্দচাষী।শুধু জেলা নয়, এর ব্যাপ্তি সমগ্র বাংলাদেশ ছড়িয়ে বিদেশী বাংলা ভাষাভাষী লেখকদের কাছে সুপরিচিত।২০২২ সালে ১৪ আগস্ট খোলা আকাশের নিচে বন্ধুদের নিয়ে এই পত্রিকার জন্ম।বাংলার শব্দচাষী পত্রিকার নামটি দেন সম্পাদক বিপুল চন্দ্র রায় নিজেই। বাংলার শব্দচাষী তৃতীয় বছর পদার্পণ করছে।বাংলার শব্দচাষী প্রতিমাসে অনলাইন মাধ্যমে ইপেপার আকারে ১৪ তারিখ প্রতিটি সংখ্যা বাহির হয়।পত্রিকাটি বিশেষ সংখ্যা ও প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যা প্রিন্ট মুদ্রিত সংখ্যা বাহির করা হয় ।বাংলার শব্দচাষী বৈশিষ্ট্য এতে সব ধরনের কবি লেখকদের লেখা বার করা হয়। সম্পাদক বিপুল চন্দ্র রায় লেখাপড়ার পাশাপাশি ছোট একটা কোম্পানিতে চাকরি করে একটা পত্রিকাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার তুলনা তিনি নিজে।একটা পত্রিকা চালাতে যে ব্যয় তার পক্ষে সম্ভব নয় তবুও চেষ্টা করে যাচ্ছে।আজ তার বয়স ২৪ বছর। এই বয়সেও তাঁর সাহিত্য প্রেম দেখে অবাক হতে হয়। বাড়ি বিদ্যনন্দ ইউনিয়নের ডাংরাহাট পাড়ামৌলা গ্রামে । তাঁর কথায় তিনি যতদিন বেঁচে থাকবেন, বাংলার শব্দচাষী পত্রিকা মাসে, মাসে নিয়মিত বের করে চলবেন।প্রতিষ্ঠাতা সম্পাদক বিপুল চন্দ্র রায় বলেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় পত্রিকাটি টিকে আছে।আমরা পত্রিকাটির মান যাতে আরও বৃদ্ধি করতে পারি, সে জন্য আপনাদের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।পত্রিকাটির পাঠক প্রিয়তা আশা করছি।
Leave a Reply