রাকিব মাহমুূদ,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাঁত শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প।বাংলাদেশের তাঁত শিল্পের একটি অন্যতম অঞ্চল হলো সিরাজগঞ্জ তথা শাহজাদপুর। প্রাচীন কাল থেকেই এই অঞ্চলের মানুষের সাথে তাঁতশিল্প জড়িয়ে আছে।এই অঞ্চলের জীবীকার প্রধান মাধ্যমও ছিল এই তাঁতশিল্প।
বর্তমানে আধুনিকতার ছোয়ায় হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের ঐতিহ্য ও এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার তাঁতশিল্প। তাঁতশিল্প এক সময় বাঙালির বস্ত্রের চাহিদা পূরণের অন্যতম মাধ্যম ছিল কিন্ত কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। এর মূল কারণ হলো তাঁত পণ্যের উচ্চ দাম।এর জন্য দায়ী কিছু অসাধু ব্যবসায়ী যারা তাঁতীদের কাছ থেকে কম মূল্যে পণ্য সংগ্রহ করে তা অধিক মূল্যে বিক্রি করে।যার ফলে ক্রেতাদের তাঁতপণ্যের প্রতি অনীহার সৃষ্টি হয়।অনেক তাঁতী আধুনিকতার ছোয়ায় নিজেদের পণ্যের তালিকায় নতুন কিছু যোগ করেও পাচ্ছেনা কাঙ্খিত সাফল্য।
বর্তমানে কিছু বিশ্ববিদ্যালয় পড়ুয়া নতুন উদ্যোক্তারা তাদের অনলাইন ব্যবসায়ের জন্য বেছে নিচ্ছে এই তাঁতপণ্য। যাদের বেশিরভাগই খুঁজে পাচ্ছে সাফল্য।এই সাফল্যের অন্যতম কারণ হলো তারা সরাসরি তাঁতীদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে পৌছে দিচ্ছে ভোক্তাদের কাছে।যার ফলে ক্রেতারা ন্যায্যমূল্যে ভালো মানের পণ্য ক্রয় করতে পারছে এবং তাঁত পণ্যের প্রতি তাদের আগ্রহও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমানে সিরাজগঞ্জের অর্থনীতির চাকা আরও সচল করতে ও তাঁতশিল্পের ঐতিহ্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আধুনিক ব্যবসায়ের অন্যতম মাধ্যম ই কমার্স।
Leave a Reply