ছবি: সংগৃহীত
লা লিগায় শনিবার রাতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে খর্ব শক্তির দল খাদিজ। ম্যাচের তিনটি গোলই এসেছে খাদিজের খেলোয়াড়দের পা থেকে। এ জয়ের মাধ্যমে প্রায় তিন দশক পর বার্সেলোনাকে প্রথমবারের মত হারাল খাদিজ। এর আগে তারা সর্বশেষ ১৯৯১ সালে কাতালান ক্লাবটির বিপক্ষে জিতেছিল।
ম্যাচের অষ্টম মিনিটে অনেকটা বার্সার ভুলে গোল পায় খাদিজ। এ গোলটি করেন আলভারো। নিজেদের মাঠে বিরতিত পর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। ৬৩তম মিনিটে ফের একবার লিড নেয় খাদিজ। এটিই ছিল ম্যাচের ফল নির্ধারণী গোল। পুরো ম্যাচে বার্সা আক্রমণ করেছে আষ্টে-দশেক বার। সবগুলো প্রচেষ্টাই ব্যর্থ ছিল তাদের। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার মানতে হয় লিওনেল মেসিদের।
এর ফলে ১২ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে কাদিজ। ১৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ আছে টেবিলের শীর্ষে।
Leave a Reply