নোয়াখালী প্রতিনিধি:
কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বাবলু ছুটে যাচ্ছেন ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাইছেন ’টেবিল লাইট’ মার্কায়। পাচ্ছেন ব্যাপক জনসমর্থনও।
আওয়ামী লীগের নেতা-কর্মী ও ইসমাইল হোসেন বাবলুর সমর্থকরাও চালাচ্ছেন ’টেবিল লাইট’ মার্কার প্রচারণা। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের এই প্রার্থী পৌর আ:লীগের সাংগঠনিক সম্পাদক।
সমর্থকরা জানান, আওয়ামী লীগ থেকে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তবে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন ইসমাইল হোসেন বাবলু। সৎ, নীতিবান ও ধর্মপরায়ণ রাজনৈতিক হিসেবে তার পরিচিতি আছে। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন হবে।
প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বাবলু জানান,২০১১ সালে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম, এবারো ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সমর্থনে প্রার্থী হয়েছি,এবার নির্বাচিত হলে আধুনিক ও ডিজিটাল ওয়ার্ড করার প্রত্যয় সামনে এগুচ্ছি , ৩০তারিখ জয়ের ব্যাপারে আমি আশাবাদী,তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন কোন ভোট কেন্দ্রে যাতে বহিরাগত সন্ত্রাস যেন না আসতে পারে যেন সুস্থ নির্বাচনের আশাবাদি।
জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, ২নং ওয়ার্ডে ভোটার ৫ হাজার ৮৫৫ জন।
Leave a Reply