শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

দেশের ইতিহাসে প্রথম নারী ডেপুটি সিএজি

দেশের ইতিহাসে প্রথম নারী ডেপুটি সিএজি

ছবি: সংগৃহীত

বাকের সরকার বারব।।
ঢাকাঃ বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ‘উপ-মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিনিয়র’ (ডেপুটি সিএজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মনোয়ারা হাবীব। নারীর ক্ষমতায়নে যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্যালয়ে যোগদান করেছেন তিনি।

গত ১৬ নভেম্বর বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ের এক অফিস আদেশে তাকে গ্রেড-১ পদে চলতি দায়িত্বে পদস্থাপন করা হয়।

তিনি সরকারি ও ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, ভারত, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, গ্রিস, জর্ডান, বাহরাইন, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

মনোয়ারা হাবীব ১৯৬৪ সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা ও তিন সন্তানের জননী।

এ ব্যাপারে মনোয়ারা হাবীব বলেন, প্রথম নারী হিসেবে ডেপুটি সিএজি (সিনিয়র) পদে যোগদান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এ পদের জন্য সিএজি মহোদয় আমার প্রতি যে আস্থা রেখেছেন সেটি যেন আমি প্রমাণ করতে পারি বা সম্মান দেখাতে পারি; এটাই আমার আশা, ইচ্ছা বা কামনা।

মনোয়ারা হাবীব বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৮ম ব্যাচের একজন কর্মকর্তা। নিরীক্ষা ও হিসাব বিভাগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডেপুটি সিএজি হিসেবে যোগদানের আগে তিনি ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD